দেবতা দেরও দেবতা মহাদেব ভগবান শিবের সম্মন্ধে বিভিন্ন পৌরাণিক কাহিনী আমরা জানি। ভগবান শিব আমাদের ছোটবেলা থেকেই স্মরণে ও মননে থাকেন। বিভিন্ন গ্রন্থ ও পুরাণে মহাদেবের বিভিন্ন রূপের বর্ণনা পেলেও তার পূর্বপুরুষের বর্ণনা অথবা তার জন্ম নিয়ে কোনো তথ্য আমরা পাইনি। আপনাদেরও মনে এই প্রশ্ন একবার হলেও এসেছে যে, Who are the ancestors of Mahadev? মহাদেবের পূর্বপুরুষ কারা? এই প্রতিবেদনে আমরা জানবো বিস্তারিত ।
Contents
পৌরাণিক কাহিনী ১:মহাদেবের পূর্বপুরুষ কারা?
পুরাণে বর্ণিত আছে মহাদেবের বিবাহ পর্ব, সে বিষয়ে আপনার অনেকেই জানেন। আমাদের হিন্দু সনাতন ধর্মে বিবাহ পূর্বে পাত্র পক্ষের জন্ম ও বংশ পরিচয় জিজ্ঞাসা করা হয়।
মহাদেব যখন মাতা সতীকে বিবাহ করতে গিয়েছিলেন। তখন দক্ষ প্রজাপতির কূল গুরু মহাদেব কে জিজ্ঞাসা করেন, তার পূর্বপুরুষের নাম। মহাদেব মৌন অবস্থায় সেই বিবাহ যজ্ঞে বসে থাকেন।
বারংবার জিজ্ঞাসা করাতেও তিনি কোনো সাড়া শব্দ করেননা। সেখানেই দাঁড়িয়ে ছিলেন দেবর্ষি নারদ মুনি, উনি তার বীণায় টঙ্কার দিতে দিতে বলেন, মহাদেব এর পিতার নাম “ওম”।
“ওম” শব্দ শুধু প্রাচীন ই নয়, “ওম” শব্দই সব ধ্বনির সার।
নারদ মুনি বলেন মহাদেব অজন্মা অর্থাৎ, মহাদেবের জন্ম হয়নি ও উনি মহাকাল তাই সময়ের অতীত, তার কোনো মৃত্যুও হয় না।
মহাদেবের পূর্বপুরুষ কারা?
পৌরাণিক কাহিনী ২: Who are the ancestors of Mahadev?
অন্যান্য পুরাণ মতে মহাদেব দেবী সতীর সাথে বিবাহ যজ্ঞে বসে ছিলেন, প্রজাপতি দক্ষের কূল পুরোহিত মহাদেবকে জিজ্ঞাসা করেন তার বংশ পরিচয়।
মহাদেব বলেন, “আমার পিতার নাম ব্রহ্মা” পুরোহিত আরও জিজ্ঞাসা করেন, স্বয়ং প্রজাপতি ব্রহ্মা যদি আপনার পিতা হন, তাহলে আপনার পিতার পিতা কে? তখন মহাদেব উত্তর দেন, “আমার পিতামহের নাম বিষ্ণু” পুরোহিত আবারো জিজ্ঞাসা করেন আপনার পর পিতামহের নাম কি? মহাদেব কিছুক্ষণ স্তব্ধ থেকে উত্তর দেন, “আমার পিতামহের ও পিতা আমি স্বয়ং”
অর্থাৎ, এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি স্বয়ং মহাদেবের থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। মহাদেব ই সব কারণের মূল কারণ। ওনার জন্ম বা মৃত্যু কোনোটাই হয়নি।
মহাদেবের বিভিন্ন রোচক কাহিনী আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিবেদনে।
এই প্রতিবেদন টি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান।
Furious Eight Bhairava and Bhairavi : অষ্ট ভৈরব ও ভৈরবী।
নিচে দেওয়া Social Media icon এ ক্লিক করে আমাদের সামাজিক মাধ্যম গুলিতে যুক্ত হন সবার প্রথমে খবর পেতে।
হর হর মহাদেব।
Discover more from Lakshya Barta
Subscribe to get the latest posts sent to your email.
I want more contents about Lord Shiva.