Headlines

West Bengal Higher Secondary Result 2024 : আজ wbchsc result 2024 Result download করুন সরাসরি এখান থেকেই।

West Bengal Higher Secondary Result 2024

West Bengal Higher Secondary Result 2024 দ্বারা ঘোষিত আজ অর্থাৎ ০৮/০৫/২০২৪ তারিখে ফলাফল প্রকাশিত হবে। কাউন্সিল জানিয়েছেন যে, আজ দুপুর ১ টা সময় ফলাফল প্রকাশিত হবে আনুষ্ঠানিক ভাবে ও তারপর থেকে দুপুর ৩ টার সময় ওয়েবসাইট এ ফলাফল প্রকাশিত হবে যা আপনার সরাসরি এখান থেকেই ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত প্রতিবেদন পড়ুন। West Bengal Higher Secondary Result 2024

1000022002 LIC Agent Benefits

West Bengal Higher Secondary Result 2024

WBCHSC 2024 Result Live : গত বছরের টপার

২০২৩ সালে , গত বছর দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে শুভ্রাংশু সরদার ৫০০ নম্বরের মধ্যে ৪৯৬ নম্বর পেয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন।

West Bengal 12th Class Result: ২০২৩ সালের পরিসংখ্যান

তালিকাভুক্ত – ৮৫২৪৪৪ জন

উপস্থিত – ৮২৪৮৯১ জন

উত্তীর্ণ – ৭৩৭৮০৭ জন

WB HS Result 2024 Live: গ্রেডিং সিস্টেম

Distinction – ৯০-১০০ নম্বর

গ্রেড A – ৭০ – ৮৯ নম্বর

ফার্স্ট ডিভিশন – ৬০ – ৬৯ নম্বর

সেকেন্ড ডিভিশন – ৫০ – ৫৯ নম্বর

থার্ড ডিভিশন – ৩৪ – ৪৯ নম্বর

উন্নতি প্রয়োজন – ৩৩ ও তার নিচে।

West Bengal Higher Secondary Result 2024 Live: সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ

২০২৪ সালে , কাউন্সিল জানিয়েছেন আজ দুপুর 1PM এ একটি প্রেস কনফারেন্স এর মাধ্যমে WBCHSE 2024 Result, 2024 সালের পরিসংখ্যান,স্থানাধিকারীদের নামের তালিকা, জেলা ভিত্তিক ফলাফল ইত্যাদি ঘোষণা করবেন। দুপুর ৩ টা সময় ওয়েবসাইট এ ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা সরাসরি নিচে দেওয়া বাটন এ ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

West Bengal Uchha Madhyamik 2024 Result Live: পরীক্ষার্থী রা কবে তাদের মার্কশিট পাবে?

কাউন্সিলের ঘোষণা অনুযায়ী , ১০ মে থেকে ৫৫ টি কাউন্সিল কর্তৃক নির্ধারিত কেন্দ্র থেকে সকাল ১০ টা থেকে মার্কশিট ও সার্টিফিকেট এর ফিজিক্যাল কপি বিতরণ হবে।

West Bengal 12th Class Result Live: উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

কাউন্সিইল ওয়েবসাইট: Click Here

এছাড়াও পাবেন Click Here

SMS এর মাধ্যমে জানতে আপনার ম্যাসেজ বক্স ওপেন করুন লিখুন WB12 (Roll Number) আর পাঠিয়ে দিন 58888 অথবা 5676750 এই দুটি নম্বরে।

শুভেচ্ছা বার্তা lakshyabarta.com এর পক্ষ থেকে:

West Bengal Higher Secondary এর সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা। আপনারা যারা ভালো রেজাল্ট করেছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আপনাদের আগামী জীবন আরও আনন্দময় হোক এই আশা করি আমরা। যারা আশানোরূপ ফল পেলেন না, তারা ভেঙে না পরে আগামী জীবন আরও অনেক সুযোগ সামনে আসবে।

উচ্চমাধ্যমিকের পরবর্তী চাকরির সুযোগ ও ক্যারিয়ার সম্মন্ধে জানুন

https://lakshyabarta.com/ssc-chsl-102-application-last-day/SSC CHSL (10+2) Apply Online


Discover more from Lakshya Barta

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP

Discover more from Lakshya Barta

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading