Life Insurance of India, Government of India এর সব চেয়ে বিশ্বস্ত এবং একমাত্র জীবন বিমা সংস্থা। LIC policy থাকাটা এখন খুব স্বাভাবিক। কিন্তু, LIC এর প্রিমিয়াম জমা দিতে আপনাকে আর সময় নষ্ট বা প্রিমিয়াম পয়েন্ট বা কোনো এজেন্ট এর কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনিও পারবেন অনলাইন এ LIC Online Payment করতে। কি করে করবেন LIC Online Payment Premium without Login? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
Contents
LIC Online Payment Premium without Login Step by Step:
- LIC online payment করতে প্রথমে আপনাকে গুগল এ সার্চ করতে হবে LICI প্রথমে যে লিংকটি আসবে তাতে ক্লিক করুন। Direct Link
2. Website এর বাম দিকে উপরে থাকা 3lines বা তিনটি লাইনে ক্লিক করুন।
3. যে Menu টি খুলবে সেখানে একটি option পেয়ে যাবেন “Pay Premium” । সেটিতে Click করুন।
4. আপনার সামনে যে page টি ওপেন হবে সেটি উপরে screen shot দেওয়া হলো। Pager বাম দিকে Pay Direct (No Registration Required) লেখা দেখা যাচ্ছে। তার নিচে থাকা drop down menu থেকে বেছে নিন আপনার প্রয়োজনের option টি।
5. Drop Down menu থেকে বেছে নিন আপনার প্রয়োজনের Option টি। প্রথম অপশন টি Renewal Premium/Revival অর্থাৎ, আপনার পরবর্তী প্রিমিয়াম এর টাকা জমা করুন।
Advance Premium Payment অর্থাৎ, নির্দিষ্ট সময়ের আগেই আপনি যদি আপনার পরবর্তী প্রিমিয়াম জমা করতে চান এই option টি বেছে নিন।
Loan Repayment যদি আপনি LIC থেকে আপনার Policy এর against এ কোনো loan নিয়ে থাকেন ,সেই loan এর কিস্তি জমা করতে এই অপশন টি বেছে নিন।
Loan Interest Payment যদি আপনি LIC policy against loan এর শুধু Interest অর্থাৎ,সুদ দিতে চান তাহলে এই অপশন টি বেছে নিন।
6. পরবর্তীতে আপনি উপরে দেখানো পেজে redirect হবেন। এখানে আপনাকে আপনার Policy Number, Date of Birth, Mobile number ও Email id লিখতে হবে। মনে রাখবেন Phone number ও Email id দুটোই আপনি যখন পলিসি করেছিলেন ফর্মে বর্ণিত লিখিত হয়। অর্থাৎ, Register Mobile number ও Email id দেবেন।
তারপর নিচে “I Agree” এর পাশে ✅ Check Box এ ক্লিক করুন ও Verify You are Human er pase ✅ Check Box এ ক্লিক করে “Submit” button এ ক্লিক করুন।
7. উপরে থাকা স্ক্রীন শট এ দেখতে পাচ্ছেন, Customer Validation এ আপনার Policy Details আপনি দেখতে পারবেন। যথাক্রমে, আপনি পাবেন এই পেজ এ আপনার নাম, আপনার Policy Number, Total Installment,Due from to Due To dates, Premium Mode, Total Premium+GST amount ইত্যাদি।
সব তথ্য যদি সঠিক হয় নিচে r Proceed Button এ ক্লিক করুন।
8. উপরে থাকা স্ক্রীন শট এ আপনি দেখতে পাচ্ছেন, পরবর্তী পেজে আপনি দেখতে পাচ্ছেন Total Policy Selected এবং Total Premium Amount । সব তথ্য সঠিক হলে নিচে Check and Pay তে ক্লিক করুন।
9. পরবর্তী পেজ আপনি Payment Gateway পাবেন, অর্থাৎ Online Payment Premium এর অপশন। আপনি Internate Banking, Debit Card, Credit Card,UPI অথবা Paytm er মাধ্যমে LIC Online Payment করতে পারবেন।
যে মাধ্যমে পেমেন্ট করবেন তার পাশে থাকা Check and Pay option এ ক্লিক করে payment করতে হবে।
10. Payment hoye গেলে চলে আসুন প্রথম পেজে। আপনি অপরের স্ক্রিন শট এ দেখতে পারছেন পেজের ডান দিকে View/Download Receipt option তাতে ক্লিক করে আপনার Payment Receipt টি download করতে পারবেন।
এই সহজ 10টি স্টেপে আপনিও ঘরে বসে করতে পারবেন LIC online payment.
LIC Policy plan ও LIC এর সম্মন্ধে আরও জানতে নিচে কমেন্ট করুন।
LIC Fixed Deposit Policy Huge Money: 5 লক্ষ রেখে পেয়ে যান 28 লক্ষ টাকা। কি অবাক হচ্ছেন?
Discover more from Lakshya Barta
Subscribe to get the latest posts sent to your email.