LIC Agent Benefits, LIC Agent Per Month Income, কি কি পান একজন LIC Agent যা দেখলে আপনিও হবেন অবাক।
Contents
Life Insurance Corporation of India:
ভারত সরকার দ্বারা অধিকৃত ভারত বর্ষের সবচেয়ে বড় জীবন বীমা সংস্থা। LIC এর বীমা বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন রাজ্য,জেলা তথা গ্রাম ও শহরে ২০০০ হাজারেরও বেশি শাখায় ১৫ লক্ষ্যের ও বেশি LIC Agent নিযুক্ত করেছে। যারা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে প্রতিটি পরিবারকে জীবন ও মরণোত্তর সুরক্ষিত করছেন।
LIC Agent Benefits:
LIC Commision Income:
আপনারা সবাই অবগত যে LIC Agent বীমা প্রতি কিছু টাকা কমিশন পান। কিন্তু আপনি কি জানেন সেই কমিশন কত প্রকার ও কত শতাংশই কমিশন পান একজন LIC Agent?
একটি বীমা বিক্রয় করলে সেই বীমার মোট যে প্রিমিয়াম জমা করেন বীমা গ্রাহক তার ২৫% টাকা একজন LIC Agent একজন বীমা গ্রাহকের একটি বীমা থেকে প্রথম বছর income করেন।
LIC Commission 4 প্রকার:
- First Year Commision Income
- Renewal Commission Income
- Bonus Commision
- Hereditary Commission
1. First Year Commission Income: 2%-25% (বীমা নির্বিশেষে) প্রতি প্রিমিয়াম ও প্রতিটি বীমায়।
২. Renewal Commission: দ্বিতীয় বছর ৭% ও তার পর থেকে প্রতি বছর যত গুলি বছর প্রিমিয়াম দেবেন গ্রাহক প্রতি বছর ৫% করে বীমা প্রতি কমিশন।
*** Single Premium এর ক্ষেত্রে Renewal Commission প্রযোজ্য নয়।
3. Bonus Commission: প্রতি বছর একজন LIC Agent মোট যে পরিমাণ অর্থ উপার্জন করেন বা মোট যে পরিমাণ কমিশন পান তার ১০% টাকা বছরে একবার LIC Agent Benefits Bonus Commission হিসাবে পেয়ে থাকেন।
4. Hereditary Commission: একজন LIC Agent যদি ৫ বছর কাজ করেন এবং তারপর সে যদি কাজ নাও করেন তাহলেও তার দ্বারা বিক্রয় করা বীমার Renewal Commission আসতে থাকবে।
শুধু LIC Agent ই নয়, LIC তার এজেন্টের পরিবারের কথাও ভাবে। LIC Agent এর মৃত্যুর পর তার স্ত্রী ও তার সন্তানরাও সেই কমিশন পেতে থাকে।
Pension and Retirement Benefits:
- Pension Benefits
- Gratuity
- Group Mediclaim Facility
- Group Term Insurance
1. Pension Benefits: LIC Agent pension হিসাবে Renewal Commission এবং Hereditary Commission পেয়ে থাকেন।
2. Gratuity: একজন LIC Agent যদি ৫ বছর কাজ করেন তাহলে অবসর গ্রহণের সময় ভারত সরকারের Gratuity আইন অনুযায়ী অনেক সংখ্যক টাকা এক কালিন পেয়ে থাকে।
3. Group Mediclaim: Agent এর পুরো পরিবারের জন্য Mediclaim পরিষেবা দেয় Life insurance Corporation of India।
4. Group Term Insurance: প্রতি বছর এজেন্টের কন্ট্রিবিউশন ও থাকে এই টার্ম ইন্স্যুরেন্স। প্রিমিয়ামের কিছু টাকা দেয় LIC এবং কিছু টাকা দেন LIC Agent।
Club Membership: LIC Agent Benefits
আপনি যদি LIC Agent হন তাহলে আরো অনেক সুযোগ সুবিধা থাকে ধাপে ধাপে। যেটি আসে Club Membership এর মাধ্যমে।
Club Membership প্রকার
- Branch Manager Club Member
- Divisional Manager Club Member
- Zonal Manager Club Member
- Chairman’s Club Member
- Corporate Club Member
- M.D.R.T
- T.O.T
- C.O.T
Other LIC Agent Benefits:
1. আপনি পেয়ে যাবেন Office Allowance প্রতিটি Club Membership এ উত্তীর্ণ হওয়ার সাথে সাথে এই Office Allowance বৃদ্ধি পাবে।
2. বিনা সুদে গাড়ি কেনার সুযোগ ৩০ লক্ষ টাকা পর্যন্ত।
3. 5% সুদের হারে Home Loan ও দেবে LIC।
4. Computer /Laptop কেনার টাকাও দেবে LIC।
5. Mobile Recharge এর টাকাও দেবে LIC।
6. Train ও Flight এর ভাড়ার টাকা দেবে LIC।
7. বছরে একবার দেশ ও বিদেশের ভ্রমণের কিছু পরিমাণ টাকা দেবে LIC।
8. এছাড়াও, M.D.R.T হলে আপনারা যেতে পারবেন America পরিবার সহ।
কি করে হবো LIC Agent?
LIC Agent হতে হলে আপনার এলাকায় অথবা আপনার পরিচিত কোনো LIC Development Officer বা DO এর সাথে যোগাযোগ করুন তাহারা সরাসরি আপনাকে একজন LIC Agent হতে সম্পূর্ণ সাহায্য করবেন।
যদি আপনি সঠিক ভাবে চয়ন করে উঠতে না পারেন কোন DO এর কাছে যাবেন তাহলে আপনি পারবেন সরাসরি Apply করতে LIC এর Website এ গিয়ে। নিচে সরাসরি Apply Link দেওয়া হলো।
IRDA: Insurance Regulatory and Development Authority of India (IRDA)
IRDA এর একটি প্রবেশিকা পরীক্ষা আপনাকে করে তুলবে একজন LIC Agent। সহজ এই প্রবেশিকা পরীক্ষায় ৫০ টি প্রশ্নের মধ্যে ২৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনিও হতে পারবেন একজন বীমা বিক্রেতা।
LIC Agent যদি আপনি হতে চান অথবা, আপনি একজন LIC Agent তাহলে একবার হলেও এই ভিডিওটি দেখুন
LIC AAO Recruitment 2024 খুব শিঘ্রই প্রকাশিত হবে সম্পূর্ণ তথ্য জানতে পড়ুন।
Discover more from Lakshya Barta
Subscribe to get the latest posts sent to your email.