Headlines

LIC AAO Recruitment 2024 : Notification, Eligibility, Vacancies, Salary Structure, Important Dates.

LIC AAO Recruitment 2024

LIC AAO পরীক্ষার মাধ্যমে LIC সহকারী প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ, Assistant Administrative Officers নিয়োগ করে। Life Insurance Corporation of India (LICI) LIC AAO Recruitment 2024 Exam এর মাধ্যমে নিয়োগ শুরু করতে চলছে। স্বনামধন্য সংস্থা LIC AAO দের মাধ্যমে বীমার কাজ সঠিক ভাবে পরিচালনা করে থাকে।

LIC AAO Recruitment 2024

1956 সালে প্রতিষ্ঠিত LIC, ভারত সরকার এর সবচেয়ে লাভ জনক ও বৃহত্তম সংস্থা গুলির মধ্যে অন্যতম। এটির 4টি Zonal Office, 133টি Divisional Office ও 20248টি Branch Office রয়েছে। সারা দেশে হাজার হাজার কর্মী কর্মরত। LIC AAO Recruitment 2024 পরীক্ষা 3টি ধাপে হয়। বিস্তারিত পড়ুন।

LIC AAO 2024 Notification:

LIC AAO 2024 নিয়োগের Notification খুব শিঘ্রই প্রকাশিত হবে।LIC AAO 2024 Notification পেয়ে যাবেন LIC এর official website https://licindia.in/ এ। পরিক্ষার এই প্রতিবেদনে আমরা, পরিক্ষার বিজ্ঞপ্তি, পরিক্ষার গুরুত্বপূর্ণ তারিখ, বেতন কাঠামো,যোগ্যতা,পরিক্ষার ধরন নিয়ে আলোচনা করব।

LIC AAO Recruitment 2024: Outline

নিচে দেওয়া টেবিলে আপনি পরীক্ষাটির বিবরণ পেয়ে যাবেন। LIC AAO Exam 2024 এর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই আমরা সেই নিয়ে আরও একটি প্রতিবেদন আপনাদের কাছে আনবো।

OrganizationLife Insurance Corporation of India
PostAssistant Administrative Officers (AAO)
Vacancy7000
LevelCentral
ApplicationOnline
Education QualificationGraduation
Eligible AgeAge 21 to 30 Years
Salary₹88600
Exam ModeOnline
LanguageEnglish or Hindi
Official Websitehttps://licindia.in/
LIC AAO 2024 Overview

LIC AAO Recruitment 2024: Important Dates

LIC AAO 2024 এর সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ যা আপনাদের মনে রাখতে হবে। LIC AAO 2024 Notification এ এই সব তারিখ প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর নিচের টেবিলে আমরা গুরুত্বপূর্ণ তারিখ গুলি প্রকাশ করব।

LIC AAO 2024 Notification Dateজানানো হবে।
LIC AAO 2024 Online Application start Dateজানানো হবে।
LIC AAO 2024 Online Application Last Dateজানানো হবে।
Application Fees Payment Last Dateজানানো হবে।
LIC AAO 2024 Admit Card dateজানানো হবে।
Priliminary Exam Dateজানানো হবে।
LIC AAO Exam 2024 Important Dates

LIC AAO Recruitment 2024: Vacancy

LIC AAO 2024 এর শূন্যপদ সম্মন্ধে বিস্তারিত কিছু জানা না গেলেও , সূত্র মারফৎ খবর, প্রায় 7000 শূন্যপদে ভর্তি হবে Assistant Administrative Officers। বিজ্ঞপ্তি প্রকাশের পর সঠিক শূন্যপদ জানা যাবে।

LIC AAO 2024 Online Application

LIC AAO Exam এর ফর্ম প্রকাশিত হবে LIC এর Official Website https://licindia.in/ এ । বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই Online Application শুরু হয়ে যাবে। সম্ভাব্য বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে August,2024 এ।

LIC AAO 2024 Exam Application Fees:

পরীক্ষার Application Fees সমন্ধে নিচের টেবিলে দেওয়া হলো।

CatagoryLIC AAO Exam Fees
General₹700
SC,ST₹85
PWD₹85
LIC AAO 2024 Exam Application Fees

LIC AAO Application Steps:

LIC AAO 2024 Exam এর application ধাপ গুলো নিচে দেওয়া হলো অনুসরণ করুণ।

  1. LIC Official Website এ যান https://licindia.in/
  2. LIC website এ যাওয়ার পর “Career” option এ ক্লিক করুন।
  3. LIC AAO 2024 Notification টি download করুন।
  4. বিজ্ঞপ্তিটি পড়ে Form টি Fillup করুন।
  5. আপনার ছবি ও সাক্ষর টি আপলোড করুন। নির্দিষ্ট মাত্রা ও আকার সঠিক ভাবে নির্বাচন করুন।
  6. Submit Button এ ক্লিক করুন।
  7. নির্দিষ্ট অর্থ প্রদান করুন।
  8. Form টি প্রিন্ট আউট নিয়ে রাখুন।

LIC AAO Recruitment 2024: Exam Pattern

LIC AAO Exam 2024 প্রধান 2টি ধাপে সংগঠিত হবে প্রিলিমস ও মেইনস।

LIC AAO 2024 Preliminary Exam:

প্রিলিমস্ পরীক্ষায় ৩টি বিষয় থাকবে Reasoning, Numericals, Language (English)। মোট প্রশ্ন সংখ্যা ও নম্বর নিচে টেবিলে দেওয়া হলো। সময় থাকবে মোট 1 ঘণ্টা বা 60মিনিট।

SL No.SubjectsTotal QuestionTotal NumberTime
1.Reasoning353520min
2.Numerical353520min
3.English303020min
4.Total100100060min
Exam Pattern

LIC AAO 2024 Mains Exam :

মূল পরীক্ষা হবে মোট 200 নম্বরের। সময় থাকবে মোট 2 ঘণ্টা। অবজেক্টিভ পরীক্ষা হবে অনলাইন মাধ্যমে।

Sl. No.SubjectsTotal QuestionsTotal MarksTime
1.Reasoning309040mins
2.General Knowledge and
Current Affairs
306020mins
3.Professional Knowledge309040mins
4.Insurance and Financial Market Awareness306020mins
5.English Language (Letter writing/Essay) / Legal Drafting for AAO022530mins
6.Total120300120mins
LIC AAO 2024 Mains Exam

LIC AAO Recruitment 2024 : Syllabus

LIC AAO 2024 পরিক্ষার সিলেবাস এর মধ্যে রয়েছে Reasoning, Quantitive Aptitude, Genaral/Financial Awareness, English Language, Professional Knowledge, General knowledge and Current affairs। Interview তে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে প্রেলিমস এবং মেইন্স পরীক্ষায় minimum Cut-off এ পাশ করতে হবে। যার জন্য আপনার সিলেবাস এর সাথে পরিচিত হওয়া অতি আবশ্যক।

LIC AAO Salary Structure:

LIC AAO 2024 এ বছরে বেতন কাঠামো পরিবর্তিত হয়েছে। মূল বেতন 53600 প্রতিমাসে। এছাড়াও 53600- 2645(14)- 90630- 2865(4) অর্থাৎ, 102090 এবং কিছু Deduction হয় as per standard। নিয়ম অনুযায়ী ঘর ভাড়ার ভাতা, শহরের ভাতা ইত্যাদি যোগ অথবা বিয়োগ হবে।

LIC AAO Previous Year Questions পেতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

LIC Fixed Deposit Policy Huge Money: 5 লক্ষ রেখে পেয়ে যান 28 লক্ষ টাকা। কি অবাক হচ্ছেন?

LIC Online Payment: কি করে করবেন LIC Online Payment Premium without Login?


Discover more from Lakshya Barta

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP

Discover more from Lakshya Barta

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading