Contents
ভারত ও বাংলাদেশ শেষ কিছু বছর অনেক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছে। আয়েলা,ফেনী , আম্ফানের পর আবারও দুই বাংলার উপর অশনি সংকেত Cyclone Remal ।
Cyclone Remal Updates: নামকরণ রেমাল
Cyclone Remal এর নাম করণ করেছে ওমান ( Oman)। এটি একটি আরবী শব্দ যার আক্ষরিক অর্থ বালু বা বালি।
কোথায় সৃষ্টি হবে ঘূর্ণিঝড় রেমাল?
আলিপুর আবহাওয়া অফিস এর সূত্রে খবর, ঘূর্ণিঝড়টি উৎপত্তি হবে বঙ্গোপসাগরের ( Bay of Bengal) দক্ষিণ – পূর্ব দিকে এবং আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর সীমান্তের মাঝামাঝি।
কবে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় রেমাল?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৩সে মে,২০২৪ গভীর নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর আন্দামান সাগরে। সেই নিম্নচাপ বলয় শক্তি বৃদ্ধি করে হয়ে উঠবে ঘূর্ণিঝড় রেমাল।
ঘূর্ণিঝড় রেমাল এর শক্তি ও ভয়াবহতা:
ঘূর্ণিঝড় রেমাল এর কেন্দ্রের গতিবেগ হবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা যা আয়েলা বা আম্ফান এর মত ভয়াবহ হবে না বলে জানা যাচ্ছে । ৬০% শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে বলে ধারণা আবহাওয়া দপ্তরের। তাতে ক্ষতির সম্ভবনা কম বলে জানা যাচ্ছে।
প্রভাবিত অঞ্চল:
পশ্চিম বঙ্গ তথা বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় এর প্রভাব লক্ষ্য করা যাবে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কোলকাতা প্রভাবিত হবে বলে আশঙ্কা।
Cyclone Remal এর জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৩সে মে থেকে ২৫সে মে পর্যন্ত, ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন অংশে। উওর বঙ্গেও বৃষ্টি হবে । তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল এলাকায়।
Cyclone Track করতে Track এ ক্লিক করুন :
Discover more from Lakshya Barta
Subscribe to get the latest posts sent to your email.
One thought on “Danger Cyclone Remal 2024 : কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় “রেমাল”?”