Contents
Black Hole Simulation by NASAA : Black Hole এর ব্যাখ্যা
ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর হলো মহাবিশ্বের এমন এক অবাক সত্য যা কিছু বছর আগে পর্যন্ত এই সত্যকে বিশ্বাস করতে নারাজ ছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। Black Hole এর কবলে আসা সকল বস্তুর আর নিস্তার নেই। ভাবুন যদি মানুষ এর কবলে পরে? কোনো মানুষ যদি এই অতিকায় কৃষ্ণকায় দানবের কবলে পড়ে তাহলে কি হবে ? এখন ঘরে বসেই তা আপনিও দেখে নিতে পারবেন। এমনি ভিডিও প্রকাশিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (NASA)। Black Hole Simulation by NASA
NASA : গবেষণা ও জ্যোতির্বিজ্ঞানী
নাসার জ্যোতিরপদার্থবিজ্ঞানী জেরেমি স্নিটম্যান এর নেতৃত্বে ও বিজ্ঞান ব্রায়ান পাওলের সাথে যৌথ ভাবে এই ভিডিওটি তৈরি করেছেন তাদের একটি দল। এই ভিডিওতে দেখা যাচ্ছে Milky Way Galaxy এর মাঝে অবস্থিত এক বিশালকায় Black Hole। যা সূর্যের প্রায় ৪৩ গুণ বড়।
NASA : ভিডিও এর বিষয় বস্তু
ভিডিওতে পরিলক্ষিত যে, ক্যামেরা যত কাছে পৌঁছায় ব্ল্যাক হোল এর উজ্জ্বলতা তত বৃদ্ধি পায়। গ্যাস ও আলোর এক বিশাল বলয় তৈরি করছে। ব্ল্যাক হোল এর দিগন্তকে Event Horizon বলা হয়। যত সেই দিকে এগোনো যায়, তত সময় স্থির হতে হতে এক সময় সব থেমে যাচ্ছে।
এখানে দুটি সম্ভাবনা দেখা যাচ্ছে,
প্রথম সম্ভাবনা: যেখানে ক্যামেরা ক্রমশ Event Horizon এর কাছে পৌঁছায় কিন্তু স্পর্শ করেন। যদি এই অবস্থায় কোনো মহাকাশচারী এর কাছে পৌঁছায় তাহলে তার বয়স সময়ের সাথে সাথে স্থির হয়ে যাবে। যদি সেই মহাকাশচারী ফিরে আসে তাহলে তার বয়স পৃথিবীতে থাকা মহাকাশচারীদের থেকে অনেক কম হবে।
দ্বিতীয় সম্ভাবনা: ক্যামেরাটি ইভেন্ট হরাইজন কে অতিক্রম করে তার কেন্দ্রের দিকে এগিয়ে গেল তাহলে ১২.৮ সেকেন্ড এর মধ্যেই সব ধ্বংস হয়ে যাবে।
এর সম্মন্ধে বিস্তারিত এই আর্টিকল টা আপনাদের ভালো লাগল share করে সবাইকে জানতে সাহায্য করুন। এবং কমেন্ট করে জানান কোন টপিকে আপনি আর্টিকল পড়তে চান।
আরও ব্লগ পড়ুন: