Headlines

Akshay Tritiya 2024 Rituals : আজ কি কি করতে হয় জেনে নিন এক নজরে। না করলে এই বছর যেতে পারে খারাপ।

Akshay Tritiya 2024 Rituals

সকল ভারতীয় দের কাছে আজ দিনটি খুবই শুভ ও গুরুত্বপূর্ণ। Akshay Tritiya 2024 Rituals পালন করা হয় বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি তে। এই তিথি শুধু বাঙালী নয়, সকল ভারতীয় দের কাছে এক বিশেষ দিন। কিন্তু, এই তিথিতে কি কি করবেন? আর কি কি করবেন না তা কি জানেন? না জানলে ১ মিনিটে জেনে নিন।

Akshay Tritiya 2024 Rituals : কি কি করবেন না জেনে নিন

১. অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথিতে এরিয়ে চলুন পিঁয়াজ, রসুন, মাছ ও মাংস জাতীয় খাদ্য।

২. Akshay Tritiya 2024 Rituals বলে আজকের দিনে পোড়া খাবার এড়িয়ে চলুন।

৩. আজ কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। নিজের বাড়িতে প্রবেশ করবেন না। তাতে হতে পারে অর্থহানী।

৪. ঝগড়া,অশান্তি ও কলহ থেকে সতহস্ত দূরে থাকতে চেষ্টা করুন।

৫. আপনি যদি অতিরিক্ত ভাবুক প্রকৃতির হন তাহলে আজকের দিনে নিজের অতীত নিয়ে ভাবনা থেকে বিরত থাকুন।

Akshay Tritiya 2024 Rituals

কি কি করবেন জানুন অবশ্যই:

১. সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন।

২. সাত্ত্বিক খাদ্য দ্রব্যই ঘরে আনবেন।

৩. ভাজা খাবার বা সিদ্ধ খাবার গ্রহণ করুন।

৪. বাড়ি পরিষ্কার করুন এলোমেলো থাকা সব বস্তু গুছিয়ে রাখুন।

৫. শুধু বাড়ি পরিষ্কার যথেষ্ট নয় আপনাকে চেষ্টা করতে হবে আপনার চারপাশের পরিবেশকেও পরিষ্কার ও সুস্থ স্বাভাবিক অবস্থায় রাখার।

৬. আজ আপনার সামর্থ্য অনুযায়ী সোনার অলঙ্কার কিনে ফেলুন।

৭. আপনি আজ ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করতে পারেন, শুভ সময়।

৮. বাড়িতে লক্ষী পূজার আয়োজন করতে পারেন।

৯. জীবনের অক্ষয় হোক এই মঙ্গল কামনায় আপনি একটি অখণ্ড দীপ জ্বেলে রাখুন আপনার ঠাকুর ঘরে। অর্থনৈতিক লাভ দেবে।

১০. অফিসে আপনি যেখানে বসেন তার সামনে শ্রী গণেশ এরমূর্তি অথবা ফটো লাগান।

আজকের সোনার দাম: Today Gold Price

১৮ ক্যারেট সোনার মূল্য : ৫৪৮২ টাকা প্রতি গ্রাম সোনা।

২২ ক্যারেট সোনার মূল্য: ৬৭০০ টাকা প্রতি গ্রাম সোনা।

২৪ ক্যারেট সোনার মূল্য : ৭৩০৯ টাকা প্রতি গ্রাম সোনা।

মহাজাগতিক কৃষ্ণগহ্বর সম্মন্ধে জানুন বিস্তারিত


Discover more from Lakshya Barta

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP

Discover more from Lakshya Barta

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading