এ বছর মাত্রাতিরিক্ত গরম পরায় পশ্চিম বঙ্গের স্কুল গুলিতে গরমের ছুটি ঘোষণা দ্রুত হয়েছে। কিন্তু এবার খোলার পালা। কিছু দিনের মধ্যেই খুলতে চলেছে স্কুল কলেজ। Summer Vacation in West Bengal 2024 এমনি জানালেন শিক্ষা দপ্তর।
Contents
Summer Vacation in West Bengal 2024:
এবছর এপ্রিল মাসে বিগত কয়েক দশকে রেকর্ড তাপমাত্রা । 43 ডিগ্রী ছুঁয়ে ফেলার সাথে সাথেই রাজ্য সরকারি স্কুলগুলিতে ছুটির ঘোষণা করে দেয়। শেষ 80 বছরে এই তাপমাত্রা লক্ষ্য করা যায়নি বলে জানান আবহাওয়া দপ্তর।
ছুটি ঘোষণা:
নির্দিষ্ট সময়ের আগেই ছুটি ঘোষণা হয় স্কুল গুলিতে। গরমের ছুটি ঘোষণা করার কথা ছিল 6th May কিন্তু, নির্দিষ্ট সময়ের আগেই ছুটি ঘোষণা হয় 22April।
গরমের দাবোদহ এখনো কমেনি। মাঝে কিছু দিন স্বস্তির বৃষ্টি হলেই যেকেসেই। আবারো গরমে হাসফাস করছে বাংলা।
গরমের ছুটি বৃদ্ধি করার কথা শোনা গেলেও ছুটি শেষের তারিখ নির্দিষ্ট ছিল 6th May।
কিন্তু, ছুটি বৃদ্ধি করে জুন মাসের 3তারিখ ছুটি শেষ হবে বলে জানা যাচ্ছে।
গরমে হাসফাস করছে বাংলা। তার মাঝে ছুটি বৃদ্ধি কিছুটা স্বস্তি এনেছে স্কুল পড়ুয়া ও অভিবাবক দের।
সম্ভাব্য স্কুল খুলবে:
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সম্ভাব্য স্কুল খুলবে 6th June। অর্থাৎ, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে স্কুল খুলতে পারে বলে ধারণা।
স্কুল খুললেই পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে বেসরকারি স্কুল গুলিতে। পরীক্ষার নির্ঘণ্ট ইতিমধ্যে দিয়েছে স্কুল গুলি।
কি বলছে শিক্ষা দপ্তর? বাতিল হলো স্কুলের ছুটি দেখে নিন নিচের ভিডিও তে।
Danger Cyclone Remal 2024 : কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় “রেমাল”?