বন্ধ হতে চলেছে Google Pay। আর G-Pay এর মাধ্যমে payment করতে পারবেন না আপনরা। এমনি জানালেন Google এর কর্তৃপক্ষ। আরও জানুন, Google Pay vs Google Wallet এর সম্মন্ধে।
Contents
Google Pay বন্ধ হবে কবে?
এখনো পর্যন্ত Google এর তরফে জানানো হয়েছে, 4th June,2024 অর্থাৎ, আর 2 সপ্তাহ পর বন্ধ হতে চলেছে Google এর GPay।
কেনো বন্ধ হবে G-Pay?
Google তার একটি ব্লগ এ জানিয়েছে মোট ১৮০ টি দেশ এ বন্ধ হবে Google Pay।
বন্ধ হবার প্রধান কারণ হিসাবে জানান, Google Wallet এর বিপুল ব্যবহার বৃদ্ধি তাদের লক্ষ।
Google Wallet এর ব্যবহার বৃদ্ধি করার জন্য গুগল বিভিন্ন দেশে Google Pay বন্ধ করতে চলেছে।
কোথায় বন্ধ হতে চলেছে G-Pay?
মার্কিন যুক্তরাষ্ট্রের সব দেশে বন্ধ হতে চলেছে Google Pay এমনি তথ্য উঠে এসেছে Google Pay এর প্রতিবেদনে।
ভারতে কি বন্ধ হবে G-Pay?
Google এর প্রতিবেদনে স্পষ্ট India এবং Singapor এর মতো বাজারে যেখানে, কোটি কোটি মানুষ Online Payment ও Transaction এর প্রধান মাধ্যম হিসাবে বেছে নিয়েছে গুগল পে কে সেখানে স্বাভাবিক অবস্থায় চলবে Google Pay । তাই ভারত এ এর কোনো প্রভাব পড়বে না ।
Google Wallet কি?
Google Developers দ্বারা নির্মিত একটি Digital Wallet। যার মাধ্যমে আপনি আপনার Debit Card, Credit Card, Concert Pass, Travel Ticket, I’D Cards সংরক্ষিত রাখতে পারেন digitally।
G-Wallet কি নিরাপদ?
Google Wallet সবচেয়ে নিরাপদ বলে জানিয়েছেন Google। Google Wallet এ প্রতিটি পদে নিরাপত্তা ও গোপনীয়তা র কথা মাথায় রেখেই বানিয়েছেন। আপনার প্রয়োজনীয় ও গোপনীয় তথ্য সংরক্ষিত বা অন্য কোনো সংস্থার সাথে শেয়ার করে না Google।
G-Wallet এর ব্যবহার:
এটি তে আপনি আপনার সব প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রাখতে পারবেন। যেমন, বাস, ট্রেন ও ফ্লাইট এর টিকিট, ম্যাচ ও কনসার্ট এর টিকিট, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ইত্যাদি।
Google Pay vs Google Wallet:
Google Pay: G-Pay এর মাধ্যমে আপনি Payment করতে পারেন ও নিজের Finance Manage করতে পারবেন।
Google Wallet: G-Wallet এর মাধ্যমে আপনি Tap to Pay করতে পারবেন ও নিজের প্রয়োজনীয় ও গোপনীয় তথ্য সংরক্ষিত রাখতে পারবেন।
Download Link
Google Pay Download:
Google Wallet Download:
Important Video:
আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন
Discover more from Lakshya Barta
Subscribe to get the latest posts sent to your email.