Contents
Manoj Dey Biography : কে মনোজ দে জানুন
মনোজ দে সুবিখ্যাত Youtuber ও Social Media Influencer। Manoj Dey এর পুরো নাম মনোজ মোদক (দে)। মনোজ দে ঝাড়খণ্ড রাজ্যের ঝাড়িয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ১২ই জুলাই, ১৯৯৬ সালে। ওনার বাবা সাইকেল এর পাংচার সারাতেন। দৈনিক ২০০ – ২৫০ টাকা আয় করতেন। মাসে ৬০০০-৮০০০ টাকা পরিবারের আয় ছিল। সেই পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও না থেমে যাওয়ার নাম Manoj Dey।
মনোজ দে শিক্ষা জীবন :
Manoj Dey এর অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় তিনি ঝাড়খণ্ডের ঝারিয়া এর সরকারি স্কুলে ভর্তি হন। পরবর্তী তে তিনি ITI করেন ।
মনোজ দের প্রাথমিক কর্ম জীবন:
পরিবারে অর্থনৈতিক অনটন থাকায় তিনি গুজরাটের একটি ফ্যাক্টরিতে কাজ শুরু করেন। কিছু মাস কাজ করার পর তিনি ফিরে আসেন নিজের গ্রামে তার পরিবারের কাছে।
গ্রামে ফিরে তিনি “জন সেবা কেন্দ্র” এর একটি দোকানে কিছু দিন কাজ করেন।
এখান থেকেই তিনি জানতে পারেন Youtube,Instagram এর ব্যাপারে। উনি এখান থেকেই শুরু করেন Youtube Journey।
Manoj Dey Family : মনোজ দের পরিবার
- মনোজ দে পিতার নাম : ভিখু মোদক
- মনোজ দে মাতার নাম: এখনো পর্যন্ত জানা যায়নি।
- মনোজ দে ভাইয়ের নাম: জানা যায়নি।
- মনোজ দে বোনের নাম: অর্পিতা কর্মকার মোদক।
- মনোজ দে স্ত্রীর নাম : জ্যোতিশ্রী মাহত ।
Manoj Dey Birthday: মনোজ দে জন্ম তারিখ ও বয়স
মনোজ দে এর জন্য ১২ ই জুলাই, ১৯৯৬ সাল অর্থাৎ, ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী ওনার বয়স ২৮ বছর হয়েছে।
Manoj Dey Height and Weight : মনোজ দের উচ্চতা ও ওজন
মনোজ দের উচ্চতা ৫.৭’ ইঞ্চি। ১৭৩ cm।
মনোজ দে ওজন ৭০ কেজি প্রায়।
মনোজ দে চোখের রং কালো।
মনোজ দে চুলের রং কালো।
Manoj Dey Net Worth 2024
Manoj Dey Net Worth 2024 মনোজ দের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি টাকার সমান । প্রতি মাসে ওনার আয় প্রায় ৬-৭ লক্ষ টাকা। এছাড়াও Manoj Dey New House তৈরী করেছেন। যার মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। Instagram এ Brand Promotion এর মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন।
Manoj Dey House
মনোজ দের পিতার অর্থনৈতিক অবস্থা ভালো ছিলো না যার কারণে, পিতা,মাতা,ভাই বোন সহ মনোজ একটি তালির চালের ঘরে প্রথমে থাকতেন। পরবর্তীতে একটি দোতলা বাড়ি তে চলে যান। যেখানে মোবাইল এর মাধ্যমে Youtube video বানানো শুরু করেন তিনি।
ইউটিউবে সাফল্য অর্জনের পর তিনি নতুন একটি বাড়ি বানিয়েছেন সম্প্রতি, যার মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। নিচে দেওয়া ভিডিওতে আপনারা দেখতে পাবেন
Manoj Dey Income Source:
Manoj Dey আমাদের দেশের গর্ব। ওনার Youtube Money ছাড়াও, Instagram Brand Promotion and Facebook ads এবং Facebook Brand Promotion মূল Income Source।
ওনার ২টি Youtube Channel আছে।
১. Manoj Dey যাতে প্রায় ৬.৪ মিলিয়ন বা ৬০.৪ লক্ষ সাবস্ক্রাইবার আছে।
২. Manoj Dey Vlogs যাতে প্রায় ১.২৯ মিলিয়ন বা ১২.৯ লক্ষ সাবস্ক্রাইবার আছে।
৩. Instagram Handle আছে manojdey23 নামে যাতে প্রায় 1.4মিলিয়ন বা 10.4লক্ষ ফলোয়ার আছে।
৪. Facebook page আছে Manoj Dey নামে। যাতে ১.২ মিলিয়ন বা ১০.২ লক্ষ ফলোয়ার্স আছে।
Manoj Dey Wife :
মনোজ দে এর স্ত্রী জ্যোতিশ্রী , নিজেও একজন vlogger এবং instagram influencer। Jyoti shree wed Manoj Dey বিবাহ সম্পন্ন হয় ০৬ মার্চ,২০২৩ সালে। বিয়ে করতে মনোজ আসেন কোলকাতা তে।
Manoj Dey Car and Bike :
মনোজ দে গাড়ি ও বাইক চালাতে খুবই ভালোবাসেন। তার সংগ্রহে আছে
Bike:
- Royal Enfield Classic 350cc
- TVS Apache
- Splender
4 Wheeler Car
- Maruti Celerio Car
- Tata Harrier Car
Manoj Dey Net Worth 2024, Manoj Dey Biography,Manoj Dey Family,Manoj Dey New House,Manoj Dey Car ইত্যাদি নিয়ে এই বিস্তারিত প্রতিবেদন পড়ে আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
Discover more from Lakshya Barta
Subscribe to get the latest posts sent to your email.